বাংলাদেশ মুজাহিদ কমিটি শিলমান্দী ইউনিয়ন শাখার উদ্যোগে ১২শ মানুষকে ইফাতার করানো হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) নরসিংদী সদর উপজেলায় শিলমান্দী ইউনিয়নে গণেরগাঁও প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে এ উপলক্ষে গণ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মুজাহিদ কমিটি, দীন কায়েম সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের এ আয়োজনের সভাপতিত্ব করেন মুজাহিদ কমিটি শিলমান্দী ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন। শুভেচ্ছান্তে ছিলেন সাধারণ সম্পাদক মো: তারিকুল ইসলাম নবী।

ইফতারের পূর্বে দেশের বর্তমান প্রেক্ষাপট ও প্রপোরশনাল রিপ্রেজেনটেশন (পিআর) তথা আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন পদ্ধতির দাবীতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি আন্দোলন নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আশরাফ হোসেন ভুইয়া, জেলার সহ সভাপতি মাও. মুসা বিন কাসিম, মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমদ সহ জেলার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এনএ/