33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নেত্রকোনায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২

নেত্রকোনার খালিয়াজুরীতে দশম শ্রেণির স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ২টায় দিকে আটক দুজন হলেন- খালিয়াজুরী সদরের কুঁড়ি হাটি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে মো. মিজান মিয়া (৩০) ও লক্ষ্মীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে নাজমুল (২৮)।

এরআগে এই ঘটনায় শিক্ষার্থী বাবা বাদী হয়ে গত মঙ্গলবার থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী ছাত্রী খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের দশম শ্রেণীর শিক্ষার্থী। বর্তমানে মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, গত শনিবার (৮ মার্চ) সকালে স্কুল ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা ব্যাটারি চালিত অটো রিকশা যোগে খালিয়াজুরীতে আসার পথে দুই বখাটে ছাত্রীর স্পর্শকাতর স্থানে একাধিকবার স্পর্শ করে। মেয়েটি আত্মরক্ষার্থে চলতি অটো রিকশা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার মমেক হাসপাতালে প্রেরণ করেন।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে। শ্লীলতাহানি হউক আর ধর্ষণ হউক কোন ছাড় নাই। তাদেরকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১০ ধারায় মামলা রুজু শেষে আদালতে পাঠানো হবে।

পড়ুন : নেত্রকোনায় ধনু নদ থেকে তিন মাছ শিকারীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন