ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা মাগুরায় সেই ধর্ষণের শিকার হওয়া শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এই পাশবিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে প্রায় সব শ্রেণি পেশার মানুষ। প্রতিক্রিয়া জানাচ্ছে নেটিজেনরাও। এমনকি এই পাশবিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউড এবং ছোটপর্দার অভিনয় শিল্পীসহ পরিচালকরা। চাইছেন ধর্ষকের বিচার। সেই কাতারে বাদ যায়নি অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে লেখেন, ‘আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।’
জয় ছাড়াও এই পাশবিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এবং ধর্ষকের মৃত্যুদন্ড চেয়েছেন তমা মির্জা, নিলয়, রুকাইয়া জাহান চমক সহ আরও অনেকেই।
এনএ/