আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিড় এড়াতে রমজানের শুরুতেই ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ছুটির দিনে যেন বিপনীবিতানগুলোতে ঈদের আমেজ লেগেছে। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। বিক্রেতারাও খুশি। তারা জানাচ্ছেন, সব ধরণের আয়ের মানুষের কথাই মাথায় রেখেছেন তারা।
ঈদ মানেই নতুন পোশাক । তাই ঈদের দিনকে আরও বেশী রাঙ্গিয়ে তোলার জন্য ছুটির দিনে দুপুরের আগে থেকেই যেন শপিংমল গুলোতে উপচে পড়া ভীড়। কম সময়ে কম ঝক্কিতে পছন্দের পোশাক পেতে যেন ব্র্রান্ড শপগুলোর বিকল্প নেই।

দোকানগুলোতে থরে থরে সাজানো পুরুষদের পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, গেঞ্জি, টিশার্ট, নারীদের শাড়ি, থ্রিপিস, ওয়ান পিস, কুর্তা এবং ছোটদের আধুনিক ডিজাইনের পোশাক। ঈদ সামনে রেখে অনেক্ষানে আছে বিশেষ ছাড়।

কাপড়ের রঙ, মান আর দাম যাচাই করে সেরা পোশাকটিই ক্রেতারা বেছে নিচ্ছন। দোকানগুলোতে আগের তুলনায় পোশাকের সংগ্রহ বেশী থাকায় বেশ খুশি তারা।
এদিকে এসব ব্যান্ড শপগুলোর দায়িত্বরতরা বলছেন সকল শ্রেণী পেশার মানুষের সাধ্যের মধ্যেই করা হয়েছে মূল্য নির্ধারণ।

রোজার প্রথমদিকে তেমন চাপ না থাকলেও এখন উপস্থিতি বেড়েছে ক্রেতাদের। এদিকে ক্রেতাদের নিরাপত্তার জন্য রাজধানীর বিভিন্ন মার্কেটে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।
এনএ/