দেশজুড়ে সবজির ভাণ্ডার নরসিংদী এবং মানিকগঞ্জে এবার ফলন হয়েছে বেশি। ফলে রমজানে দেশজুড়েই সবজির বাজারে স্বস্তি ফিরেছে। তবে কম দর পেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
নরসিংদী, মানিকগঞ্জসহ এবার সবজি বাজারে, দাম কম। এসব জেলার পণ্য যায় সারা দেশে। তাই দেশজুড়ে সাধারণ ক্রেতারা খুশি। তবে কৃষকরা জানাচ্ছেন, সার-কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। তাই দাম কমায় তাদের লোকসান হচ্ছে।
নরসিংদীর শিবপুর উপজেলার পালপাড়া গ্রামে জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার। এছাড়া মাধবদীতেও পাইকারি বাজার আছে। এসব বাজারের আড়তদাররা বলছেন, সরবরাহ বেশি থাকায় সবজির দাম পড়তি।

দেশজুড়ে এক সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জের পাইকারি বাজারে কিছুটা দাম কমেছে,
তবে চাষিরা বলছেন, অতিরিক্ত সবজি উৎপাদন তাদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। দাম কম, চাহিদাও কম।
সাধারণ ক্রেতারা মনে করছেন বাজার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ও স্থিতিশীল। কেননা তারা মনে করছেন ঢেরস,পটল ও লেবু ছাড়া প্রায় সকল কাঁচা সবজি ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে ।
সবজি সিন্ডিকেট ভেঙে বাজারকে আরো নিয়ন্ত্রণে রাখার আহ্বান, স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের। প্রয়োজনীয় পদক্ষেপ নিলে, বাজারে আরো স্থিতিশীলতা আসবে, এবং কৃষকরা কিছুটা হলেও লাভের মুখ দেখবেন।
পড়ুন: এবার দেশজুড়ে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট বুধবার
দেখুন: প্রধানমন্ত্রীকে হ*ত্যার হুমকি: দেশজুড়ে আ.লীগের বিক্ষোভ
ইম/