33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শনে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজ নিয়েছেন।

আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮ মিনিটে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিয়ে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা। তবে কক্সবাজারে নামার পর গুতেরেস সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে চলে যান, যেখানে তার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস জানিয়েছে, গুতেরেসের সফর শেষ হওয়ার পর মুহাম্মদ ইউনূস কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরের কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে।

বেবিচক জানায়, বিমানবন্দরের ৯৫ শতাংশ নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, এবং বাকি কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এনএ/

দেখুন: নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন