33 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ ও হত্যার ঘটনা, বেশি আক্রান্ত শিশুরা

দেশজুড়ে হঠাৎ করেই বেড়েছে ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা। প্রায় প্রতিদিনই ঘটছে এক বা একাধিক ধর্ষণ। সম্প্রতি বেড়ে যাওয়া এসব ঘটনায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকায় অসন্তুষ্ট মানুষ।

মাগুরায় শিশু আছিয়ার মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই, সামনে আসছে দেশের বিভিন্ন জায়গায় ঘটা ধর্ষণের সব খবর। সাম্প্রতিক হিসাবে দেশে হঠাৎ করেই বেড়েছে শিশু ও হত্যার ঘটনা। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তাই মাগুড়ায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা।

চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকেই আসিয়ার বাড়িতে চলছে শোক মাতম। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন মহল। কিন্তু এর মধ্যেও থেমে নেই অপরাধ। সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে ১০ বছর বয়সী এক কন্যা শিশু ও ১৪ বছর বয়সী কিশোরীকে অভিযোগ উঠেছে, দুই সৎ বাবার বিরুদ্ধে।

এঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলাও হয়েছে। স্থানীয় জনতা এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অন্যজন পলাতক।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ বছরের বাকপ্রতিবন্ধী এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাগমারী থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিশুটি।

আছিয়ার শোক শেষ না হতেই, সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ঘটনায় মামলা হয়েছে। নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ওই ছাত্রীকে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে এক কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন।

অন্যদিকে, মাদারীপুরের শিবচরে নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন,

ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদ। পুলিশ জানিয়েছে, ওই নার্সকে বিভিন্ন সময় আপেল মাহমুদ কুপ্রস্তাব দিতো। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে।

অন্যদিকে, মেহেরপুরে ৯ বছরের এক শিশু ধর্ষণের মামলায়, ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় ডেকে জোরপূর্বক আপোশ করানো চেষ্টার অভিযোগে, বিক্ষুব্ধ ছাত্র জনতা থানায় তালা ঝুলিয়ে দিয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের জোড় দাবিও জানিয়েছে তারা।

পড়ুন: এবার দেশজুড়ে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট বুধবার

দেখুন: প্রধানমন্ত্রীকে হ*ত্যার হুমকি: দেশজুড়ে বিক্ষোভ, দুই মামলা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন