শেষমূহুর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। দাম বেশি হলেও প্রিয়জনের জন্য পছন্দসই পণ্যটি কিনতে পেরে খুশি ক্রেতারা। চৈত্রের খরতাপে আরমদায়ক পোশাকে নজর বেশি, জানিয়েছেন বিক্রেতারা।
রমজানের শেষ ১০ দিনে ধরে চলে ঈদের খুশির ক্ষণগণনা। এ সময়টাতে জমজমাট থাকে রাজধানীর বিপনীবিতানগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। জমে উঠেছে শেষ মূহুর্তের কেনাকাটা। ক্রেতারা পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখালেও প্রিয়জনের জন্য উপহার কিনে খুশি তারা। বিক্রেতারা বলছেন, এবার গরমকে প্রাধান্য দিয়ে পোশাক কিনছেন ক্রেতারা। বেচাবিক্রি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করলেন তারা।