মাদক নিয়ে বিরোধ ও নেশার টাকা নিয়ে লক্ষ্মীপুরে বাড়ছে অপরাধ। এর জেরে গত চার মাসে খুন হয়েছেন অন্তত সাতজন। এর মধ্যে বসতঘরে আগুন দিয়ে দুই সন্তানসহ স্ত্রী এবং কুপিয়ে মা, স্ত্রী ও শ্বশুরকে হত্যার ঘটনাও রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল।
লক্ষ্মীপুরের গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি হচ্ছে ভয়াল মাদক ইয়াবা। নেশায় ডুবছে টগবগে তারুণ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। সবশেষ গত ১৪ জানুয়ারি রাতে সদরের গঙ্গাপুর গ্রামে গাঁজা কেনার টাকা না পেয়ে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে সন্তান। তার আগের বছর ২৮ ডিসেম্বর সদর উপজেলার উত্তর টুমচর গ্রামে, মাদকাসক্ত ছোট ভাইয়ের রডের আঘাতে মৃত্যু হয় বড় ভাইয়ের। মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিয়ে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে মারার ঘটনাও ঘটেছে। মাদকের টাকার দাবিতে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা এবং শাশুড়িকে রক্তাক্ত করেছে জামাতা।
মাদক নিধনে পুলিশের কিছু তৎপরতা দেখা গেলেও, একেবারেই নিশ্চুপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস। যা নিয়ে উদ্বেগ জানিয়েছে সুশীল সমাজ। দ্রুত সমস্যার সমাধান চান এলাকাবাসী।