সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এর প্রভাবশালী ব্যবহারকারিদের একাউন্টে সম্মানসূচক নিল টিক চিহ্ন দেওয়া হচ্ছে। ১৯৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থের মালিক বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাক্সের মালিকানার প্রতিষ্ঠানের এ সিদ্ধান্তকে বড়ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে এক্স এর যেসব ব্যবহারকারির ভেরিফাইড অনুসারির সংখ্যা ২ হাজার ৫শ এবং যারা ফি দিয়ে এক্স এর প্রিমিয়াম ব্যবহার করেছেন, তাদের প্রিমিয়াম সুবিধাও বিনামূল্যে করে দেওয়া হয়েছে।
নীল টিক চিহ্নিত ব্যবহারকারীরা এক্সে অন্যান্য ব্যবহারকারীদের তুলনায় কম বিজ্ঞাপন দেখতে পাবেন। সামাজিক মাধ্যমটি আরও জানিয়েছে, বটমুক্ত করা হচ্ছে এক্সকে। যার কারণে ব্যবহারকারীরা এখন থেকে অনুসারীর সংখ্যা কমতে দেখতে পারেন। প্রিমিয়াম ব্যবহারকারী এখন থেকে অন্যকে জবাব দেওয়ার সময় তাদের বার্তার র্যাংক আগের থেকে বেশি দেখতে পাবেন। এর মাধ্যমে তারা সাইটের বিজ্ঞাপনের মুনাফার অংশীদার হতে পারবেন। ইলন মাস্ক এক্স কেনার আগে ভূয়া একাউন্ট থেকে সাবধান থাকতে নীল টিক চিহ্ন দেওয়া হতো সকল ভেরিফিভাইড একাউন্টে।