১৪/০১/২০২৬, ১৯:৪৬ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৯:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিয়ের আগের রাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী সাগরের

বিয়ের আনন্দে উদ্বেলিত হওয়ার কথা ছিল মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রাম। আগামীকাল বাজবে সানাই, উঠবে শুভ পরিণয়ের ধ্বনি-কিন্তু তার আগেই যেন থমকে গেল সবকিছু। সৌদি ফেরত যুবক সাগর হোসেন (২৩) আর কখনও ফিরবেন না প্রিয়জনের কাছে। এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে গাংনী পৌর এলাকার চৌগাছা ইবাদতখানা মোড়ে মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিন চালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন সাগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাগর হোসেন উপজেলার কুটি ভাটপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। প্রবাসে কষ্টের জীবন শেষে দেশে ফিরেছিলেন মাত্র ৫ দিন আগে। মোবাইল ফোনে আগেই হয়েছিল তার বিয়ে, আর আগামীকাল ছিল সেই বিবাহবন্ধনের আনুষ্ঠানিকতা। এই বিশেষ দিনের কেনাকাটার শেষ প্রস্তুতি নিতে গিয়েছিলেন গাংনী বাজারে-সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।

গ্রামে এখন শুধু কান্না আর শোক। যে বাড়িতে আজ সাজসজ্জা আর উৎসবের প্রস্তুতি চলার কথা ছিল, সেখানে এখন চলছে সাগরের দাফনের প্রস্তুতি। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই বাকরুদ্ধ। কারও চোখের পানি যেন থামছে না।

স্থানীয়রা জানান, সাগর একদম শেষ মুহূর্তের কেনাকাটা করতে গিয়েছিলেন। বিয়ের গয়না, জামাকাপড়-সব ছিল তার সাথে। অথচ হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা মুছে দিল সব স্বপ্ন, সব প্রস্তুতি।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে আইনশৃঙ্খলার অবনতি, পুলিশ ক্যাম্প পুনরায় চালুর দাবি এলাকাবাসীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন