ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় হরিপুর উপজেলার রণহট্রা চৌরঙ্গী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল হক মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ জামাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ -সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট, ইব্রাহীম, শফিকুল ইসলাম,হরিপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
এনএ/


