আসন্ন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা । নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত থাকবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে পরিস্থিতি সংক্রান্ত সভাশেষে এসব কথা বলেন তিনি।
মুসলিম সম্প্রদায়ের সবচেয় বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসবে পরিবার-পরিজনের সাথে যোগ দিতে রাজধানী ছেড়ে বাড়ি ফেরে মানুষ। এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী।
মানুষের বাড়ি ফেরার নিরাপত্তা যেমন দরকার পড়ে তেমনি রাজধানীতেও প্রয়োজন পড়ে বাড়তি নিরাপত্তার।

তাই দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৮ম সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সভা শেষে উপদেষ্টা বলেন, ঈদকে ঘিরে বাহিনীর তৎপরতা বাড়ানো হবে। বৃদ্ধি পাবে রাজধানীতে গোয়েন্দা নজরদারি। ঈদকে ঘিরে রাজধানীতে চেকপোস্ট বাড়ানো হবে বলেও জানান উপদেষ্টা। কথা বলেন, আবাসিক হোটেলে নজরদারির বিষয়েও।
ঈদে অতিরিক্ত যাত্রী ও ভাড়া না বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
নারী ও শিশু নির্যাতন নিয়ে সরকারের জিরো টলারেন্স। এই বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে জানিয়ে উপদেষ্টা বলেন ধর্ষণের মামলার বিচার দ্রুত করা হবে।
পড়ুন: মেহেরপুরে অবনতি, পুলিশ ক্যাম্প পুনরায় চালুর দাবি এলাকাবাসীর
দেখুন: বদল আসছে বাহিনীর পোশাকে
ইম/


