ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে প্রিমিয়ার লীগে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লিভারপুল। পুরো ম্যাচে দারুণ খেললেও ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহর গোলে হার এগিয়েছে রেডসরা।
৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ অবস্থানে ধরে রেখেছে আর্সেনাল। আর সমানসংখ্যক পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের দুইয়ে লিভারপুল। ম্যাচের ২৩ মিনিটে দিয়াজের গোলে এগিয়ে যাওয়া লিভারপুলকে ম্যাচের ৫০ এবং ৬৭ মিনিটের গোলে ২-১ ব্যবধানে পেছনে ফেলে ম্যানইউ। পরে ৮৪ মিনিটে সালাহর পেনাল্টি গোলে হার থেকে রক্ষা পায় লিভারপুল। লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক জানিয়েছেন, ম্যান ইউএর সঙ্গের এ ‘ড্র’ তার কাছে হারের মতো মনে হয়েছে।
প্রিমিয়ার লীগের অপর ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে চেলসির ম্যাচও ২-২ গোলে ড্র হয়েছে। খেলার ১১ মিনিটে থিয়াগো সিলভার গোলে চেলসি এগিয়ে যায়। ৩২ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান শেফিল্ডের জ্যাডেন বোগলে। এরপর ৬৬ মিনিটে গোল করে চেলসিকে আবার এগিয়ে নেন ননি মাদুকে। খেলার অতিরিক্ত সময়ে সমতা ফেরান অলিভার ম্যাকবার্নে।