20.7 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মোজাম্বিকে ফেরি ডুবিতে নিহত ৯১

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে ৯১ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ফেরিটি নামপুলা প্রদেশের লুঙ্গা থেকে ‘মোজাম্বিক দ্বীপের’ দিকে যাচ্ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ফেরিটির ১৩০ জনের মতো যাত্রী ছিলো। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মানুষের ভার নিতে না পেরে ফেরিটি ডুবে যায়। গত বছরের জানুয়ারি থেকে আফ্রিকার বিভিন্ন দেশে কলেরা ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে। মূলত, ওই এলাকার কলেরা সংক্রমণ থেকে বাঁচতেই ফেরির যাত্রীরা তাদের ভূখণ্ড ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিলো।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্যানুযায়ী, গত ২৫ বছরের মধ্যে ওই এলাকায় কলেরা সবচেয়ে ভয়ানক আকার ধারণ করেছে। ২০২৩ সালে দেশটিতে কলেরা আক্রান্ত হয় । ২০২৩ সালের অক্টোবরের পর থেকে মোজাম্বিকে ১৩ হাজার ৭শ মানুষ কলেরার আক্রান্ত হয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন