অ্যানেস্থেশিয়াজনিত মৃত্যু ও এর অপপ্রয়োগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওষুধ পরিবর্তনসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, সরকারি ও বেসরকারি সব হাসপাতালের অস্ত্রোপচারের সময় রোগীর চেতনা লোপ করার জন্য ‘ইনহেলেশনাল অ্যানেস্থেটিক’ হিসেবে ‘আইসোফ্লুরেন’ অথবা ‘সেভোফ্লুরেন’ ব্যবহার করতে হবে। এখন ব্যবহার করা হয় ‘হ্যালোথেন’।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতর ও ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এ প্রজ্ঞাপনে।
সম্প্রতি ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতাল ও মালিবাগের জেএস ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে অচেতন করে খতনা করার সময় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এতে রোগীদের অচেতন করার জন্য অ্যানেস্থেশিয়ার ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব নির্দেশনা এসেছে।