চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি দেওয়া হয়।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে গত বুধবার (২৬ মার্চ) চীনে পৌঁছান। চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানায় চীনা সরকার।
গত বৃহস্পতিবার (২৭ মার্চ) তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এরপর, গতকাল শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকের দিন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতাসংক্রান্ত একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পরে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে তিনি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন। একই জায়গায় তিনি তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেন, যেখানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজারের সম্ভাবনা, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা উন্নয়ন এবং তিন শূন্যের বিশ্ব নিয়ে আলোচনা হয়।

এছাড়া, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং, পানি সম্পদ মন্ত্রী লি গোইয়িং, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক এবং জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) চেয়ারম্যান বান কি-মুনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এনএ/


