পুরো এক মাস সিয়াম সাধনার পর নাড়ির টানে বাড়ি ফিরেছে লাখ লাখ মানুষ। তবে ঈদযাত্রা শেষ হলেও আজ ঈদের সকালেও অনেকেই ঘরে ফিরছেন।
সোমবার (৩১ মার্চ) রাজধানীর ফকিরাপুল বাস টার্মিনাল ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শেষ সময়েও অনেকেই বাড়ি ফিরছেন। নানা ব্যস্ততা শেষে ঈদের আনন্দ ভাগ করতে ছুটে চলছেন শিকড়ের কাছেই। তবে পর্যাপ্ত পরিবহন সেবা না থাকায় কেউ কেউ বিড়ম্বনার কথা বলছেন।
ফকিরাপুলের শ্যামলী কাউন্টারের ম্যানেজার মিঠু বলেন, আজ আমরা সকাল ৯টায় একটি বাস ছাড়বো। পরে আবার বিকাল থেকে বাস পাবেন যাত্রীরা। সাধারণত ঈদের সকালে অন্যবছর যেমন যাত্রী পাই, এ বছর তেমন নেই। তবে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আযহাতে ঈদের সকালে বেশি মানুষ গ্রামে যান।
বিজ্ঞাপন


