বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে কিশোরগঞ্জের মিঠামইনে। বাঙালির আবহমান ও সমৃদ্ধশালী সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে হাওরাঞ্চলে আয়োজিত হচ্ছে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ উৎসব।
কিশোরগঞ্জের মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে ৬৫০ জন শিল্পী সর্ববৃহৎ আলপনা উৎসব শুরু করেছেন। ১৩ এপ্রিল বিকেলে শুরু হয় আলপনা আঁকার কাজ।
সংশ্লিষ্টরা বলেন, ‘‘বিশ্বরেকর্ড গড়ার অদম্য এই প্রচেষ্টা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, সম্প্রীতি আরো সুদৃঢ় হবে। এই বিশাল কর্মযজ্ঞ বিশ্বের সর্ববৃহৎ আলপনা’র স্বীকৃতি পাবে। ফলে কিশোরগঞ্জ হাওরাঞ্চল বিশ্ববাসীর নিকট নতুনভাবে পরিচিত হবে। এর ফলে পর্যটন শিল্প আরো বিকশিত হবে।”