মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ নিহত হয়েছে তিনজন, আহত আরো দুই। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের আহম্মেদ আলীর টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার উজুলপুর গ্রামের হাসানুজ্জামান মোল্লার ছেলে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা আক্তারুজ্জামান শোভন (২৭), বাড়িবাকা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আল ইমরান (২৮) ও গাংনী উপজেলার ধানখোলা গ্রামের ভ্যানচালক হাসান আলীর ছেলে শিশু যোবায়ের হোসেন (১০)। আহতরা হলেন- গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নবিছ উদ্দিনের ছেলে ভ্যানচালক হাসান আলী ও মাইক্রোচালক গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাজ্জাদ হোসেন পলাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস আমঝুপি এলাকা থেকে বেপরোয়া গতিতে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে মাইল পোস্টে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। আক্তারুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। শিশু যোবায়ের হোসেন ও আল ইমরান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মাইক্রোবাস চালক হাসপাতালে ভর্তি আছে। তার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটসেন দেখা হবে। নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

