20.7 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জার্মান বুন্দেসলিগায় লেভারকুসেনের প্রথম শিরোপা জয়

জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগায় নিজেদের প্রথম শিরোপা জিতেছে বায়ার লেভারকুসেন। এর মাধ্যমে টানা ১১ শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখের রাজত্বের অবসান ঘটিয়ে রূপকথার জন্ম দিয়েছে এ দল।

১৪ এপ্রিল ভেরডার ব্রেমেনকে হারিয়ে এই শিরোপা জয়ের অন্যতম কারিগর বলা হচ্ছে লেভারকুসেনের বর্তমান কোচ স্পেনের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাবি আলোনসোকে। ২০২২ সালের অক্টোবরে যখন তিনি প্রধান কোচের দায়িত্ব নেন তখন লেভারকুসেন ছিলো জার্মান ফুটবলের পয়েন্ট তালিকার তলানির দল। সেখান থেকে জাবির ১৮ মাসের প্রশিক্ষণে বুন্দেসলিগায় টানা ২৯ ম্যাচে অপরাজিত থেকে প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে জার্মানির চ্যাম্পিয়ন এখন লেভারকুসেন। ১২০ বছরের ক্লাব ইতিহাসে এটিই শীর্ষ লিগে লেভারকুসেনের প্রথম ট্রফি। এর আগে পাঁচবার রানার্সআপ হয়েছে তারা।

ভেরডার ব্রেমেনকে ৫–০ গোলে হারানোয় লেভারকুসেনের পয়েন্ট দাঁড়ায় ২৯ ম্যাচে ৭৯। লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। দুই দলের ব্যবধান ১৬ পয়েন্ট হয়ে যাওয়ায় বাকি থাকা পরের পাঁচ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে লেভারকুসেন।

জিতলেই শিরোপা, এমন সমীকরণ থাকায় লেভারকুসেন সমর্থকেরা বিজয়োৎসবের প্রস্তুতি নিয়েই মাঠে আসেন। ম্যাচশেষের বাঁশি বাজার পরই শুরু হওয়ার কথা শিরোপা উৎসব। তবে লেভারকুসেন সমর্থকদের ততক্ষণ অপেক্ষা করেননি। চারপাশের গ্যালারি থেকে বিজয় উদযাপনে দর্শকের ঢল নামে মাঠের ভেতরে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন