দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের লঞ্চ ঘাটে ঈদ শেষে ঢাকা ফেরত যাত্রীদের উপচেপড়া ভীড় দেখা গেছে।
শনিবার দুপুরে গিয়ে দৌলতদিয়া লঞ্চ ঘাটে সরেজমিন গিয়ে দেখা যায় ঢাকাসহ আশপাশের এলাকার শতশত মানুষ লঞ্চ ঘাটে আসছেন।
এদিকে দৌলতদিয়া লঞ্চঘাট মালিক সমিতির কর্মকর্তারা বলছেন, যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে
দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চ নিয়োজিত রয়েছে। বিআই ডব্লিউটিএর কর্মকর্তা, আনসার, কোষ্টগার্ড সার্বক্ষণিক লঞ্চঘাটে নিয়োজিত রয়েছেন।

ঢাকা ফেরত যাত্রী শিউলী খাতুন বলেন, কালকে থেকে অফিসে আবার কাজে লেগে যেতে হবে।
পাংশা থেকে ফেরা ঢাকামুখী যাত্রী সাদেক ওয়াহিদ বলেন, ওষুধ কোম্পানীতে চাকুরী করে
বাড়িতে তেমন আসা হয় না। তাই,ঈদে উপলক্ষে বাড়িতে এসেছিলাম এখন আবার কর্মস্থলে যেতে চলে যাচ্ছি।

এ বিষয়ে দৌলতদিয়া লঞ্চঘাট মালিক সমিতির ম্যনেজার আওয়াল হোসেন বলেন, ঢাকা ফেরত যাত্রীদের চাপ অনেকটাই বেশি কারণ কালকে থেকে সবাই অফিস করবেন। একসাথে এতো মানুষ পার হবে সেটা আমরা ভাবতে পারিনি। তবে ঘাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা লঞ্চঘাটে তৎপর আছেন বলে জানান।
পড়ুন : রাজবাড়ীতে রাতের আঁধারে জামায়াত নেতার ঘর ভেঙে দিল জনতা


