৩০/০১/২০২৬, ৩:১৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
৩০/০১/২০২৬, ৩:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের কর্মবিরতিতে ব্যাহত চিকিৎসা

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর  ঘটনার তদন্ত সম্পন্ন হওয়ার আগেই মিথ্যা অভিযোগে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার  এবং হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরনের দাবিতে অনির্দিষ্টসময়ের জন্য বহিঃবিভাগের সেবা বন্ধ ও কর্মবিরতি রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করছে ইন্টার্ণ চিকিৎসকরা।
এ কর্মসূচী বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে হাসপাতালের বহিঃবিভাগের গেট তালাবদ্ধ করে দিয়ে সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। এ কর্মসূচীতে সংহতি প্রকাশ করে অংশগ্রহন করে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের  ছাত্রছাত্রীবৃন্দ। এতে ভোগান্তিতে পরেন হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।

বিজ্ঞাপন


ইন্টার্ন চিকিৎসকরা জানান, বিভিন্ন সময়ে রোগী মৃত্যুর ঘটনায় তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ চৌকি স্থাপন অথবা আনসার মোতায়েনের দাবির পাশাপাশি গত ১৪ এপ্রিল হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট প্রদানের আগেই মিথ্যা অভিযোগে স্বাস্থ্য বিভাগ কর্তৃক  কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তে সঠিক ঘটনা উদঘাটনের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তারা। তাদের এসব দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। এসময়ে বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগিদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। এ সময়ে হাসপাতালের জরুরী সকল সেবা চালু থাকবে।


উল্লেখ্য, গত ১৪ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আসিক এর মৃত্যুর ঘটনায় ঐ চিকৎসকের অবহেলার অভিযোগ এনে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর করে পবিপ্রবির ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ঐ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হাসপাতাল কম্পাউন্ডে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা প্রশাসক ,পুলিশ সুপার,সিভিল সার্জন হাসপাতালে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে নিয়ে বিক্ষুদ্ধ ছাত্রদের সাথে অলোচনা করে রাত নয়টারদিকে দিকে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ১দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনেন।
পরবর্তিতে ১৫ জুলাই তদন্ত কমিটি কাজ শুরু করলেও কাজের ব্যাপকতা সহ তদন্তের স্বার্থে তিনদিন সময় বৃদ্ধি করা হয়। এদিকে তদন্ত কাজ চলমান অবস্থায় মন্ত্রনালয় বুধবার বিকেলে অভিযুক্ত ডাক্তারকে ওএসডি করে প্রজ্ঞাপন জারী করে।

পড়ুন: হাইকোর্টের রায়ের পরও চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে মানুষ

দেখুন: ৫ দফা দাবিতে দেশজুড়ে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি 

ইম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন