৩০/০১/২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
৩০/০১/২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে সাঙ্গ হলো বর্ষবরণের আনুষ্ঠানিকতা

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায় বর্ষবিদায় ও বরণের বনার্ঢ্য আয়োজন আনুষ্ঠানিক সাঙ্গ হয়েছে মারমা জাতিগোষ্ঠীর সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে। শনিবার (১৯ এপ্রিল) রাঙামাটি জেলা শহরের চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হলো সাংগ্রাই উৎসব।

বিজ্ঞাপন

এ উৎসবে তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা অংশগ্রহণ করতে এসেছেন। পাহাড়ের প্রধান এই সামাজিক উৎসবের সাঙ্গ অনুষ্ঠানে আগমন ঘটেছে হাজারো মানুষের।

মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) আয়োজিত এবারের রাঙামাটির কেন্দ্রীয় সাংগ্রাই জল উৎসবে প্রধান অতিথি ছিলেন— পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে সুপ্রদীপ চাকমা বলেন, ‘আমরা সবাই চাই, পার্বত্য এলাকার সব জাতিগোষ্ঠী যারা আছে; আপনারা আমাদের ওপর নির্ভর করুন। এই এলাকায় শান্তি ফিরে আসুক। যেন কোনো ভেদাভেদ না থাকে। আমরা সবাই বাংলাদেশী, এখানে বৃহত্তর, ক্ষুদ্র বলতে কিছু নেই।’

মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) একাংশের সভাপতি থোয়াই সুই খই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, সেনাবাহিনীর রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী, রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ আরও অনেকেই। অনুষ্ঠানে বিভিন্ন দেশ আগত থেকে রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন।

এদিন সকালে মারমা নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে পার্বত্য উপদেষ্টা ও মাসস নেতারা বক্তব্য দেন। এরপর অতিথিরা জল ছিটিয়ে সাংগ্রাই জলোৎসবের উদ্বোধন করেন। পরে মারমা যুবক-যুবতীরা একে-অপরের গায়ে পানি ছিটিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেন। জল উৎসবকে কেন্দ্র করে রাঙামাটির মারমা জাতিগোষ্ঠী ছাড়াও চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বাঙালিসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ মারী স্টেডিয়ামে গিয়ে উৎসব উদযাপন করেছেন।

প্রসঙ্গত, মূলত এই আয়োজনের মধ্য দিয়েই তিন পার্বত্য জেলায় বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, বিষু, সাংক্রানসহ বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তবে স্থানীয়ভাবে আনুষ্ঠানিক সমাপ্তির পরও বিভিন্ন গ্রামে সাংগ্রাই জলোৎসব উদযাপন হয়ে থাকে।

পড়ুন: জলকেলী উৎসবে মেতে উঠেছিল মারমা তরুণ-তরূণীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ

দেখুন: সিলেটে বন্যার পানি কমছে; ভোগান্তিতে মানুষ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন