১৫/০১/২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় জাল নোটের কারখানার সন্ধান, আটক ২

কক্সবাজারের চকরিয়ায় টাকার জাল নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। এ সময় ঘটনাস্থল বেশ কিছু সরঞ্জামাদিসহ দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার আব্দুর রহমানের ছেলে মো. সুলতান (৫৪) এবং ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সবুজ ছায়া এলাকার মৃত মীর আহমেদের ছেলে জাফর আলম (৩৩)।

আ. ম. ফারুক বলেন, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় কারখানা স্থাপন করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা জাল টাকা তৈরির খবর পায় র‍্যাব।

বিজ্ঞাপন


মঙ্গলবার বিকালে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় গোপন কারখানা স্থাপন করে চক্রটির কতিপয় লোকজন জাল টাকার নোট তৈরির খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক কারখানাটি ঘিরে ফেললে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাওয়া যায় জাল নোট তৈরির ১০০০ হাজার টাকা মানের ২৭ টি বান্ডিল ও ৫০০ টাকা মানের ৩৩ টি বান্ডিল, জাল নোট তৈরির ১ টি যন্ত্র এবং ৫০ টি লেমেনিটিং পেপার।

র‍্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, আটকরা চিহ্নিত অপরাধী চক্রের সদস্য। আটকদের মধ্যে মো. সুলতানের বিরুদ্ধে জাল নোট তৈরির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

পড়ুন : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কাঁটার ধুম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন