৩০/০১/২০২৬, ৩:১৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
৩০/০১/২০২৬, ৩:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে হাতি সুরক্ষায় ইআরটি কমিটি গঠন ও প্রশিক্ষণ

পার্বত্য চট্টগ্রাম এলাকার বুনো হাতি সুরক্ষায় রাঙামাটির লংগদু উপজেলায় এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) গঠন করা হয়েছে। এছাড়া নতুন গঠিত ইআরটি সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জের অধীন লংগদুর মাইনীমুখে চাইল্যাতলী ইআরটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে চাইল্যাতলী, রাঙাপানি ছড়া, রাঙিপাড়া, বগাচত্বর, ঘনমোর ও ভাসান্যদম এলাকার ২০ জন সদস্য রয়েছেন।

এদিন লংগদুর মাইনীমুখ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী। এতে প্রশিক্ষণ দেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) প্রতিনিধি আবু হুরাইরা। এসময় হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনবিষয়ক প্রশিক্ষণ শেষে ইআরটি সদস্যদেরকে সনদপত্র, ভেস্ট ও টর্চলাইট দেয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গত ২ বছরে সারাদেশে বেশ কয়েকটি হাতি মৃত্যুর ঘটনা ঘটলেও এসময় এখানে একটিও হাতি মারা যায়নি। উপরন্তু এসময় হাতির দলে যুক্ত হয়েছে আরও ২টি বাচ্চা হাতি। এ এলাকায় মানুষের অনেক ক্ষতি হলেও এখানের জনগণ উদার চিত্তে সেটা মেনেই নিচ্ছেন। এ এলাকায় ৩টি ইআরটি দলে প্রশিক্ষিত ৪৬ জন স্বেচ্ছাসেবী মানুষ তৈরি করতে আমি গর্বিত।

এর আগে, উপজেলার ভাসান্যদম ও বরুনাছড়ি-কুরকুটিছড়া এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) গঠন করা হয়।

পড়ুন: রাঙামাটিতে মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

দেখুন: ১ হাজার টাকায় রাঙ্গামাটি ঘুরোঘুরি | সোলেমান হাজারী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন