চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, শত্রুতা নয়। দুই দেশের মধ্যে এখনো কিছু বিষয়ের নিষ্পত্তি প্রয়োজন এবং সেগুলো সমাধানের এখনো সুযোগ রয়েছে।
চীনের রাজধানী বেইজিং এর গ্রেট হলে চীন সফরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে আলাপকালে চীনের প্রেসিডেন্ট এ কথা বলেন। শি বলেন, গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের ইতিবাচক অগ্রগতি হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভিতে এ তথ্য জানানো হয়েছে। শি বলেছেন, ‘‘আমি তিনটি নীতিতে বিশ্বাসী; পারস্পারিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুইপক্ষের জন্য লাভজনক সহযোগিতা।’’
শি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রকে একটি আস্থাশীল, উন্মুক্ত, সমৃদ্ধ এবং উন্নতি করতে থাকা দেশ হিসেবে পেলে চীন খুশি হবে এবং যুক্তরাষ্ট্রও চীনকে একইভাবে নেবে বলে আশা করি। মৌলিক যে বিষয়গুলোতে জটিলতা রয়েছে সেগুলো সমাধান হলে দুই দেশের সম্পর্ক আরও স্থিতিশীল, উন্নত এবং সুদূরপ্রসারি হবে।’’