১৪/০১/২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন


আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা জেলা লিগ্যাল এইড দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালীসহ নানা কর্মসূচি পালন করে।


২৮ এপ্রিল সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী জজ মনিকা খান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিদ্দিক আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নাজমুল হক শ্যামল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সহিদ উল্লাহ, জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লার বিজ্ঞ বিশেষ জজ আদালতের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মহসিনুল হক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান, শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সরওয়ার আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা নার্গিস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাঃ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ পিপি এডভোকেট বদিউল আলম সুজন প্রমুখ।


অনুষ্ঠানের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ হারুনুর রশীদ ও এডভোকেট ফাহমিদা সুলতানা শিউলিকে লিগ্যাল এইড এর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।


সভার সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন- আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং মানবিক গরিব অসহায় ও অসমর্থ্য বিচার প্রার্থীদের নানা-বিধ নির্যাতন বিষয়ে রাষ্ট্র ও বিচার বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলকে মানবিক মূল্যবোধ দিয়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে দুঃস্থ্যদের আইনি সেবা প্রধানের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের সকলের জন্যই আজকের এই দিনটির গুরুত্ব অপরিসীম। সমাজের একটি অংশ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। তাই দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে সরকারী খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন প্রনয়ন করা হয়।

পড়ুন: কুমিল্লায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ৪ জন নিহত

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন