17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

জামালপুরে ঐতিহ্যবাহী গো-দৌড় খেলা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গো দৌড়। নানা প্রতিবন্ধকতার মাঝেও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে গো-দৌড়ের আয়োজন করা হয়। অনেক দূর-দূরান্ত থেকে লোকজন আসেন খেলা দেখতে। খেলাকে কেন্দ্র বসে নবীন-প্রবীণের মিলন মেলা। 

এ খেলায় শক্তিশালী ২টি ষাড় গরুকে কাঠের তৈরী ১টি জোয়ালে বাঁধতে হয়। ৪টি ষাড় গরুকে বাঁধা ২টি জোয়ালের সাথে একটি মই বেঁধে দেওয়া হয়। ৪টি জোয়ালে ৮টি ষাড় গরুকে ২টি মই প্রতিযোগিতার জন্য তৈরী করা হয়। ৪টি ষাড়ে ১টি করে মইয়ে ২জন করে মইয়াল থাকে। খেলার মাঠের এক প্রান্তে বিচারকমন্ডলী থাকেন, অপর প্রান্ত থেকে প্রতিযোগিতার জন্য তৈরী মই, মইয়ালরা ছেড়ে দেয়। যে মইটি নিদিষ্ট স্থানে আগে পৌঁছে তাদেরকে বিজয়ী বলা হয়।

মাঠের অপর দুই পাশে থাকে দর্শকদের ভিড়। শুধু প্রবীন নয়, নবীন, শিশু-কিশোররাও খেলা উপভোগ করেন। প্রতিযোগিতা দেখতে আশা দর্শনার্থীরা বলেন, অনেক দিন পর খেলাটি দেখে শৈশবের কথা মনে পড়ে যায়। 

জামালপুরের কখন থেকে গো-দৌড় খেলা শুরু হয়েছে তার কোন ইতিহাস জানা যায়নি। এক সময় প্রতিনিয়তই এ খেলা এ অঞ্চলে অনুষ্ঠিত হতো। এখন তেমন আর দেখা যায় না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন