ময়মনসিংহে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর শ্রমিকদলের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বেলুন উড়িয়ে বণার্ঢ্য র্যালির উদ্বোধন করেন র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক শিব্বির আহমদ বুলু, এ কে এম মাহবুবুল আলম, যুবদলের মোজাম্মেল হক টুটু, জোবায়েদ হোসেন শাকিল প্রমুখ।
পড়ুন: ময়মনসিংহে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দেখুন: ত্রিশালে দু’শ বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ |
ইম/


