28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

২য় টি-টুয়েন্টিতে ভারতের কাছে বাংলাদেশের হার

নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে ৩০ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ। সিলেটের মাঠে ‍শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের নারীরা নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৯ রান করে।

মুরশিদা খাতুন সর্বোচ্চ ৪৬ রান করেন। প্রথম ম্যাচে ৫১ রান করা বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন মাত্র ৬ রানে আউট হন। ভারতের পক্ষে রাধা যাদব ৩টি উইকেট নেন। ১২০ রানের জয়ের টার্গেটে ভারত ব্যাট করতে নেমে ৫.২ ওভারে ১ উইকেটে ৪৭ রান করার পর বৃষ্টিবিঘ্নিত হয় ম্যাচ। ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থাকা ভারত শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে ১৯ রানে। ৫ ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।

এর আগে, ২৮ এপ্রিল প্রথম ম্যাচে ৪৪ রানে হেরে সিরিজ শুরু করার পর আজকের ম্যাচে জয়ে ফিরতে চায় টাইগ্রেসরা।সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের সামনে দাড়াতেই পারেনি স্বাগতিকরা। ভারতের ১৪৫ রানের জবাবে ৮ উইকেটে বাংলাদেশ তুলেছিল ১০১ রান। আজকের ম্যাচে সাবধানী ক্রিকেট খেলতে চায় বাংলাদেশের মেয়েরা।

৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের বাকি ৩ ম্যাচ অনুষ্ঠিত হবে ২,৬ এবং ৯ মে। সবগুলো ম্যাচই সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন