“সাহসী নতুন বিশ্বে রিপোটিং, স্বাধীন গণমাধ্যমে এ আইয়ের প্রভাব” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাগুরা প্রেসক্লাবের আয়োজেন দিবসটি উপলক্ষে প্রেসক্লাব থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, সদস্য লিটন ঘোষ, শরীফ তেহরান টুটুল , মো: সাইফুল্লাহ রবীন শরীফ ও পংকজ রায় ও নাগরিক টেলিভিশনের প্রতিনিধি ও মাগুরা প্রেসক্লাবের সদস্য মতিন রহমান মিয়া সহ প্রমুখ।
সভায় মুক্ত সাংবাদিকতায় বাঁধা, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষাসহ বস্তুনিষ্ট ও সৃজনশীল সংবাদ পরিবেশন নিয়ে আলোচনা করা হয় । আলোচনা শেষে শহরে একটি র্যালী বের হয় । অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহন করেন।
পড়ুন: মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
দেখুন: ঘোড়া দৌড় দেখতে লাখো মানুষের ভিড় |
ইম/


