৩০/০১/২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
৩০/০১/২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে ৫ দিনব্যাপী পৌর কর মেলা শুরু

পৌরবাসীর কাছ থেকে পৌর কর আদায় ও কর সংক্রান্ত তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে।

রোববার (৪ মে) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা পৌর মার্কেট থেকে শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

রাঙামাটিতে ৫ দিনব্যাপী পৌর কর মেলা শুরু

পৌরকর মেলার পাশাপাশি স্থানীয় পৌরবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেরও আয়োজন করা হয়। এতে সুবিধাবঞ্চিত নাগরিকদের চিকিৎসাসেবার পাশাপাশি পরামর্শও প্রদান করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পৌর করমেলার স্টলে এসে রশিদ সংগ্রহ করে পৌরকর প্রদান করতে পারবেন সকলে। মেলায় কর পরিশোধ করলে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভার প্রশাসক মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- রাঙামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা মো। ইয়াছিন খন্দকার, পৌরসভা নগর সমন্বয় কমিটির সদস্য আবু সাদাৎ মো. সায়েমসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ৪ মে রোববার থেকে শুরু হওয়া পৌরকর মেলা শেষ হবে আগামী ৮ মে। প্রতিদির সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই মেলা।

পড়ুন: তিনদিনের ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটি

দেখুন: রাঙ্গামাটিতে বিজু বৈসু সাংগ্রাই সংস্কৃতি মেলা চলছে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন