লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের খাড়ুয়াভাজ গ্রামে মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (৪ মে) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘এলাকার সর্বস্তরের জনগণ, সারপুকুর, আদিতমারী, লালমনিরহাট’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, খাড়ুয়াভাজ গ্রামের ৩নং ওয়ার্ডের চৌকিদার রফিকুল ইসলাম, তার ভাগিনা সুমন মিয়া (১৯) ও রুবেল (২৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তারা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ ওঠে।
বক্তারা বলেন, চৌকিদার ও তার সহযোগীদের কারণে গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের কাছে তাদের একমাত্র দাবি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা।
পড়ুন: লালমনিরহাটে ভোরের চেতনার জেলা প্রতিনিধি সূর্যকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
দেখুন: লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা
এস


