হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলা এবং তার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানান।
বিবৃতিতে জানানো হয়, গত ১ মে (বৃহস্পতিবার) দুপুরে নবীগঞ্জে স্থানীয় যুবলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শেখ সুজাত মিয়ার ওপর হামলা চালায় এবং একই রাতে তার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনাকে “আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ” বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পরও তারা আবার ক্ষমতায় ফেরার মরিয়া চেষ্টায় লিপ্ত। বিদেশে পলাতক নেতারা ষড়যন্ত্রে যুক্ত, আর দেশের ভেতরে সরকারি প্রশ্রয়ে সন্ত্রাসীরা গণতন্ত্রকামী নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। তাদের পেছনে আছে লুটপাট করা অঢেল অর্থ ও প্রশাসনের ছায়া।”
তিনি আরও বলেন, “দাঙ্গা-হাঙ্গামা ও সহিংসতাই বর্তমান শাসক দলের প্রধান রাজনৈতিক বৈশিষ্ট্য। গত ১৫ বছর ধরে ভোটবিহীন শাসনের মাধ্যমে তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।”
বিএনপি মহাসচিব অবিলম্বে যুবলীগ ক্যাডার রানা ও সংশ্লিষ্ট সকল দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পড়ুন: নেত্রকোনা পূর্বধলার সাবেক এমপির এপিএস গ্রেপ্তার
দেখুন: এমপি আনার খুনের ‘হানিট্র্যাপ’কে এই শিলাস্তি রহমান?
ইম/


