জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ মে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। ৫ ও ৭ মে চট্টগ্রামে বাকি দুই ম্যাচ এবং ১০ ও ১২ মে মিরপুরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের আগে এই সিরিজ শান্ত-লিটনদের কাছে মহাগুরুত্বপূর্ণ। সব ম্যাচেই জয়ের লক্ষ্য লাল-সবুজের দলের। চট্টগ্রামের প্রথম তিন ম্যাচে নেই সাকিব ও মুস্তাফিজ। ঢাকার দুই ম্যাচে খেলবেন এই দুই তারকা। এ দুই দলের ২০ বারের দেখায় ১৩ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭ ম্যাচে।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে দলে যোগ দিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, যিনি এরই মধ্যে বাংলাদেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, সাইফ উদ্দিন।