এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি থেকে মুস্তাফিজের ছুটি ছিল ১ মে পর্যন্ত। ৪ উইকেট নিয়ে বেঙ্গালুরুর বিপক্ষে আসর শুরু করেছিলেন আইপিএল । শেষ করলেন নিয়ন্ত্রিত বোলিং দিয়ে। তবে আইপিএলে ১ এপ্রিল রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস।
এ ম্যাচে চেন্নাইয়ের হয়ে আইপিএলে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে মেইডেন ওভার করেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে যদিও কোনো উইকেট পাননি তিনি।
তারকাদের ভিড়ে ফিজের একাদশে জায়গা পাওয়া নিয়েই ছিলো অনিশ্চয়তা। মাথিশা পাথিরানা চোটে থাকায়, প্রথম ম্যাচ খেলার সুযোগ পান। বেঙ্গালুরুর বিপক্ষে সেদিনই ৪ উইকেট নিয়ে বাজিমাত করেন। পরে পাথিরানা ফিরলেও মুস্তাফিজকে বাইরে রাখতে পারেনি দল। এবারের আসরে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন ফিজ। ৩৪ দশমিক ২ ওভার বল করে, রান দিয়েছেন ৩১৮।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ভাগে বাংলাদেশ দলে যোগ দেবেন মুস্তাফিজ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই, বিশ্বমঞ্চে মুস্তাফিজের কাটার দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।