১৫/০১/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই অভ্যুত্থান শাখার চেক বিতরণ করা হয়। এ সময় সঞ্চয়পত্রের চেক তুলে দেন- রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ী জেলার ৩ জন শহীদগণের প্রত্যেক শহীদ পরিবারের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক প্রদান করা হয়। তিনটি পরিবারের মোট ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজবাড়ীর শহীদ ও আহত পরিবারের সাথে সরকার ছিল এবং আছে। আপনারা একা না, মনে সাহস নিয়ে চলবেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আপনাদের সঙ্গে আছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার সদস্য মিরাজুল মাজিদ তূর্য।

বিজ্ঞাপন

পড়ুন: রাজবাড়ীর গোয়ালন্দে ভিটে-বাগানের অর্ধ শতাধিক ফলবান চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

দেখুন: রাজবাড়ী শহর রক্ষা বাঁধের সিসি ব্লকে ধস, ঝুঁকিতে স্কুল ও বসতবাড়ি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন