ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। ৬ মে রাতে প্রথম আঘাত হানে ভারত। কয়েকঘন্টা পর পাল্টা আক্রমণ করে পাকিস্তান। কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা দেখা দেয় ভারত-পাকিন্তান সম্পর্কে। একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে থাকে দেশ দুটির সরকার। শুধু তাই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে।
পাকিস্তানে মিসাইল ছুড়ল ভারত
পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছুড়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানান। এ হামলায় এক শিশু নিহত ও দুই নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান
পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) মধ্যরাতে মিসাইল ছুড়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে। যারমধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান
ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশান্স (আইএসপিআর)। এরমধ্যে প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বিমানবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে।


