কুমিল্লার বুড়িচং উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে ৯৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল যত্রাংশ, আতশবাজিসহ অন্যান্য মালামাল আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বুধবার (০৭ মে) ভোর ৫টায় জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা খঞ্জনী নামক স্থান থেকে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা খঞ্জনী নামক স্থান হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৭৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিস্লেপ্রে আটক করে। এছাড়া ২২ লাখ ৪১ হাজার টাকা মূল্যের ভারতীয় বাঁজি, বাসমতি চাউল ও অন্যান্য খাদ্য সামগ্রী জব্দ করে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।
পড়ুন: কুমিল্লার পেট্রোল পাম্পে বিএসটিআই’র অভিযান, দুটি সীলগালা
দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা |
ইম/


