19 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

উপজেলার ভোটে কক্সবাজার আওয়ামী লীগে বিভক্তি

কক্সবাজার সদর উপজেলা নির্বাচনকে ঘিরে দুইভাগে বিভক্ত জেলা আওয়ামী লীগ। একদিকে চেয়ারম্যান প্রার্থী জেলায় দলে সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমান। অপরপক্ষে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের জন্য মাঠে নেমেছে দলের কর্মীরা।

১ টি পৌরসভা ও ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলা। এখানে চেয়ারম্যান পদে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। জনজরিপে জনপ্রিয়তার তুঙ্গে তিনি।

তার প্রতিপক্ষ অন্যদিকে নুরুল আবছারও কোমর বেঁধে নেমেছেন মাঠে। নির্বাচনে জয় নিয়ে আশাবাদী তিনি।

ভোটাররা বলছেন, সৎ, যোগ্য ও যার দ্বারা এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করার কথা।

উপজেলায় প্রয়োজনের তুলনায় দেড়গুণ বেশি ইভিএম প্রস্তুত রেখেছে ইসি। রিটার্নিং কর্মকর্তা বলছেন, নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে।

কক্সবাজার সদরে ৮২টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ২২ হাজার ৯৯৬ জন। নির্বাচনের দিন ভোটকেন্দ্র প্রভাবমুক্ত থাকবে আশা সাধারণ ভোটারদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন