চরাঞ্চলে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ থেকে রক্ষার্থে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে- রাজবাড়ী জেলার দৌলতদিয়ার কৃষক ও কৃষাণীদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চরদৌলতদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ গামবুট বিতরণ করা হয়।
এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহিদুর রহমান, গোয়ালন্দ উপজেলা কৃষিকর্মকর্তা মো: খোকনউজ্জামান, পাট কর্মকর্তা মো: মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো: মনিরুজ্জামান প্রমুখ।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহিদুর রহমান বলেন, এ বছর এপ্রিল মাসের শুরুতেই চরাঞ্চলে বিষাক্ত রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কামড়ে তিনজন কৃষক আহত আহত হয়ে হাসপাতালে ফরিদপুরে চিকিৎসাধীন আছে। কৃষকদের সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে আমরা গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গামবুট বিতরণ করা হলো।
অনুষ্ঠানে৷ উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের ১৫০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে গামবুট বিতরণ করা হয়।
পড়ুন: রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী
এস


