কাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। শিলাইদহের কুঠিবাড়ীতে চলছে রবীন্দ্র মেলার শেষ মুহুর্তের প্রস্তুতি। সংস্কৃতিকর্মী, নাট্যকর্মী, আবৃত্তিশিল্পীরা মহড়ায় অংশ নিচ্ছেন।
১৮৯১ সাল থেকে পিতার আদেশে নদীয়া, পাবনা, রাজশাহী ও উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মবার্ষিকীতে তার কুঠিবাড়িতে রবীন্দ্রমেলার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়, প্রত্নতত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসন।
মেরামত, রং তুলির কাজসহ কুঠিবাড়ীর সামনে নির্মাণ হচ্ছে বিশাল মঞ্চ। সাংস্কৃতিক সংগঠনগুলোও চালিয়ে যাচ্ছে তাদের শেষ সময়ের প্রস্তুতি। এই আয়োজন আলাদা মাত্রা যোগ করে বলে মনে করেন দর্শনার্থীরা।
এদিকে ২৫ বৈশাখের জন্য প্রস্তুত প্রশাসনও। আবহাওয়া ঠিক থাকলে ভাল আয়োজনের আশা তাঁদের।
এই বাড়িতেই রবীন্দ্রনাথ গীতাঞ্জলির একটি বড় অংশসহ বহু কালজয়ী লেখা লিখেছিলেন। বাড়িটি ১৯৬১ সাল থেকে সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে সংরক্ষিত।
আরও দেখুন: