উন্নত কৃষি প্রযুক্তি ও অনুকুল আবহাওয়ায় বোরো আবাদ বেড়েছে পটুয়াখালীতে। এ মৌসূমে ২১ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুন। বাম্পার ফলন হলেও সার, ঔষধ ও শ্রমিক খরচে লাভ নিয়ে শঙ্কায় চাষিরা।
ধান চাষে সারা দেশের মধ্যে ৪র্থ স্থানে পটুয়াখালী। মাঠ জুড়ে এখন বোরো ধানের বাম্পার ফলনের হাতছানি। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার ধান যায় দেশের বিভিন্ন স্থানে। সার, ঔষধ, বারতি সেচ ও শ্রমিক খরচে চাষিদের কপালে চিন্তার ভাজ।
লক্ষ্যমাত্রার চেয়েও পটুয়াখালীতে বেশি বোরোর আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ১১ হাজার ১০ হেক্টর বেশি।
কৃষি কাজে ব্যবহৃত কিটনাশকসহ সেচ ব্যবস্থা সহজলভ্য ও ধানের সঠিক মূল্য পেলে সাধারন কৃষকেরা লাভবান হবে, বলছেন সংশ্লিষ্টরা।