রাজবাড়ী সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, চাইনিজ কুড়ালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (১০মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়ানদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়ানদিয়া গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে মোঃ সাইদুর রহমান সাঈদ (৪৫) ও একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে মোঃ সবুজ মন্ডল (৪০)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরী বিদেশী পিস্তল, একটি লোহার তৈরী ম্যাগাজিনসহ ২ রাউনন্ড এ্যামোনেশন গুলি, একই সাথে ২নং আসামীর দেখানো মতে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর দেওয়া তথ্য মতে, গ্রেপ্তারকৃতরা এলাকায় চিহ্নিত চাঁদাবাজ দলের সদস্য। তারা তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দেখিয়ে মানুষের মধ্যে ভয়ভীতি দেখাতো। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তাদের দেখানো স্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের নামে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এনএ/


