নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অভিযোগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড। অভিযানে ৩০ জন জেলেকে আটক ও আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের প্রায় ১ হাজার ৬০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
আজ রবিবার (১১ মে) ভোর রাতে হাতিয়ার মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ট্রলার দুটি আটক করে। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্র থেকে তীরে ফেরা দুটি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মাছ পাওয়া গেলে ট্রলারসহ ৩০ জন জেলেকে আটক করে তমরদ্দি কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ট্রলার দুটিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক জেলেদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, “সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আইন ২০২০ অনুযায়ী প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময়টি মাছের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, “নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সাগর ও নদীপথে নজরদারি আরও জোরদার করা হবে।
এনএ/


