22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

সকালের গুড়িগুড়ি বৃষ্টিতে ম্লান উপজেলার নির্বাচন

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের ১৩৯ উপজেলায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। কোথাও কোথাও বৃষ্টির বাগড়ায় প্রার্থীদের দুশ্চিন্তা বাড়লেও সময়ের সাথে বাড়ছে ভোটার উপস্থিতি।

নাটোর, মাদারীপুর, গাজীপুরসহ বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশের মুখ ভার। অনেক এলাকায় হালকা বৃষ্টিও চলছে। এর মধ্যেই নির্বাচন কর্মকর্তারা কেন্দ্র সাজিয়ে ভোটারের অপেক্ষায় বসে আছেন।

রংপুরের ২ উপজেলায় চলছে নির্বাচন। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন মানুষ। মাদারীপুরেও একই পরিস্থিতি। বৈরী আবহাওয়ায় দুই উপজেলায় ভোট গ্রহণ চলছে। লক্ষ্মীপুরে চলছে দুই উপজেলায় ভোট গ্রহণ। বৃষ্টি উপেক্ষা করে ভোট দিচ্ছেন মানুষ।

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ভোট চলছে। মীরসরাইয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। সীতাকুণ্ডে দুইজন ও সন্দ্বীপ উপজেলায় লড়ছেন পাঁচ প্রার্থী।

সকাল ৮টা থেকে থেকে ভোট চলছে কক্সবাজারের ৩ উপজেলায়। কেন্দ্রগুলোতে ভীড় করেছেন ভোটার। এছাড়া খাগড়াছড়ির চার উপজেলায় চলছে ভোট। এখানেও নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে বেশি।

ব‌রিশাল সদর ও বা‌কেরগঞ্জ উপ‌জেলায় ভোটগ্রহণ চল‌ছে। দুপুর পর্যন্ত কো‌নো ধর‌ণের গোলোযোগের খবর মেলেনি। ত‌বে প্রার্থীরা এ‌কে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তা‌রের অভিযোগ করছেন।

এদিকে, মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম। দুই উপজেলায় ১২৯টি কেন্দ্রে ভোট হচ্ছে। শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট গ্রহণ হচ্ছে।

সিরাজগঞ্জের তিন উপজেলায় এবার প্রথমবারের মত ইভিএমে ভোট হচ্ছে। সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও বেলকুচিতে স্বাচ্ছ্যন্দে ভোট দিচ্ছেন ভোটাররা।

গাজীপুরের ৩টি উপজেলায় ভোটার উপস্থিতি খুবই কম। টাঙ্গাইলে দুই উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে বৃষ্টিতে ভোটার উপস্থিত কম।

ময়মনসিংহের তিন উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ফরিদপুরেও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন হচ্ছে। নরসিংদীতেও দুই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছেন মানুষ।

এছাড়াও, নওগাঁ, কুমিল্লা, কুষ্টিয়া, দিনাজপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, পাবনা, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, রাজবাড়ী, যশোর, শরীয়তপুর, পিরোজপুর, সিলেট, জামালপুর, মানিকগঞ্জসহ দেশব্যাপী সুষ্ঠুভাবে ভোট চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন