কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে শরিফ হোসেন (২৬) নামে যুবক।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টা ৪০ মিনিটের সময় সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার জোর পুসকুরুণী গ্রামে এ ঘটনা ঘটে। সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শরিফ হোসেন (২৬) সদর দক্ষিণ উপজেলার জোরপুকুর এলাকার কামাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে ঝড়ো বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে যায় শরিফ হোসেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তথ্য সংগ্রহ করছে। নিহতদের বিষয়ে সন্দেহজনক কিছু না থাকলে লাশ পরিবারের নিকট বুঝিয়ে দেবে।
পড়ুন: কুমিল্লায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
এস


