বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে স্বাধীনতার জন্য জিয়াউর রহমান প্রান দিয়েছে, খালেদা জিয়া জীবন হুমকির মুখে, তারেক রহমান দেশের বাহিরে সে গনতন্ত্র আজ হুমকির মুখে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগলিক অখন্ডতা আজ হুমকির মুখে।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আগে আমরা কুকুরে মুখে ছিলাম, আজ কুকুর থেকে বাঘের মুখে পড়েছি। নিবার্চন আদায় করে আমাদের ন্যায় হিসাব আদায় করে নিতে হবে। আমরা ভিক্ষা চাই।তিনি বলেন আগে আমরা কুকুরে মুখে ছিলাম, আজ কুকুর থেকে বাঘের মুখে পড়েছি। নিবার্চন আদায় করে আমাদের ন্যায় হিসাব আদায় করে নিতে হবে। আমরা ভিক্ষা চাই।
তিনি আরো বলেন, নির্বাচন দিলে বিএনপির ক্ষমতায় আসবে এটা সরকার ও অন্য দল নিশ্চিত হয়ে গেছেন। তাই তারা নির্বাচন দিতে চান না। নির্বাচনের কথা বললে তাদের গায়ের জ্বালাপোড়া শুরু হয়ে যায়।
মির্জা আব্বাস বলেন, যারা এই সরকারে আছে তারাই এখন চাঁদাবাজি করছে। গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগও পাচার করেছে। দেশে এখন শান্তি নাই।
বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, বিএনপি নেত্রী এড.হেনা আলাউদ্দিনসহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এনএ/


