রাজবাড়ীতে মৎস্যচাষীদের অংশগ্রহণে জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (১৬ মে) সকালে রাজবাড়ী পালকী চাইনিজ রেস্তোরায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য দপ্তর রাজবাড়ীর আয়োজনে- অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মহা পরিচালক ড. মো: আব্দুর রউফ। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশের( প্রশাসন) এস. এম. রেজাউল করিম,মৎস্য অধিদপ্তর ঢাকার প্রকল্প পরিচালক মো: মসিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা প্রমুখ।
কর্মশালায় জেলার ৫ টি উপজেলার মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
এনএ/


